মানসিক স্বাস্থ্য সেবায় ধানমন্ডিতে বিপিসিএল চালু

মেন্টাল হেলথ ডেস্ক

মানসিক রোগীদের চিকিৎসা সেবায় রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড- বিপিসিএল। সোমবার সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ৬ তলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন দেশের অন্যতম শীর্ষ সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ সোবহান, অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা জানান, বিপিসিএল হলো মানসিক স্বাস্থ্য খাতে দেশের প্রথম ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। যেখানে সেবা পেতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হবে না। এই পরামর্শ কেন্দ্রে আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাবে বলেও জানান তারা।

বিভিন্ন মানসিক সমস্যায় বিজ্ঞানসম্মত সর্বাধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা এবং পুনর্বাসন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বিপিসিএল। এক্ষেত্রে উপমহাদেশের অন্যতম রেফারেল সেন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বিপিসিএলের অন্যতম লক্ষ্য বলে জানান সংগঠকরা।

অনুষ্ঠানো জানানো হয়, বিপিসিএলে একযোগে কাজ করছেন অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিদ ও সাইকোথেরাপিস্ট। চাইল্ড সাইক্রিয়াট্রি, সেক্স মেডিসিন, মাদকাসক্তি, সিবিটি, ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপিসহ মনোরোগবিদ্যা ও ক্লিনিক্যাল সাইকোলজির বিভিন্ন সাব-স্পেশালিটিতে বাংলাদেশে তারা অগ্রদূত, শিক্ষক, গবেষক ও সংগঠক।

প্রতিষ্ঠানটিতে কনসালটেশন, শিশু-কিশোরদের বিশেষ সমস্যা, অন্যান্য মানসিক সমস্যা, কাউন্সেলিং বা সাইকোথেরাপি, মনস্তাত্বিক পরীক্ষণ, ল্যাব পরীক্ষা, ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কর্পোরেট সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, বিশেষায়িত মাজেল ফার্মেসি, জরুরি চিকিৎসা পরামর্শ ও অনলাইন ফলোআপ, গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।