আঠারোর কম বয়সীদের ভ্যাক্সিন দেয়ার পরিকল্পনা নেই

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

১৮ বছরের কম বয়সীদের আপাতত ভ্যাক্সিন দেয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। দুপুরে অধিদপ্তরের সাপ্তাহিক অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

অপ্রাপ্ত বয়স্কদের টিকা প্রদানে সরকার চিন্তা করছে জানিয়ে ডা. শামসুল হক আরো বলেন, অপ্রাপ্ত বয়স্কদের ভ্যাক্সিন দেয়ার ব্যাপারে তাদের কাছে কোন নির্দেশনা নেই। টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি ও সরকারের অনুমতি পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে অধিদপ্তর।

কোভিড-১৯ ভ্যাক্সিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব আরো জানান, পর্যাপ্ত টিকা হাতে না এলে বড় পরিসরে ভ্যাক্সিন কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।

এর আগে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, বারোর বেশী বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্না এবং আঠারোর বেশী বয়সীদের সিনোফার্মের টিকা দেয়া হতে পারে।