স্বনামধন্য ১৩ চিকিৎসককে সম্মাননা দিলো লাইফস্প্রিং

লাইফস্প্রিং, লাইফস্প্রিং ফাউন্ডেশন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ১৩ জন বিশিষ্ট চিকিৎসক। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লাইফস্প্রিং ওয়েলবিয়িং সামিট-২০২৩ এ তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

পদকপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসকদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা।

গণমাধ্যমকে তারা জানান, এ ধরনের সম্মাননা দায়িত্ববোধকে আরো বাড়িয়ে দেয়। মানুষের সেবায় আমৃত্যু কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন পদকপ্রাপ্ত চিকিৎসকরা।

ফ্যামিলি ফার্স্ট শিরোনামে প্রথমবারের মতো এই ওয়েলবিয়িং সামিটের আয়োজন করে লাইফস্প্রিং ফাউন্ডেশন। সামিটে দেশের শীর্ষ বিজ্ঞানী, পুলিশ কর্মকর্তাসহ হাজারো সেবা গ্রহীতা অংশ নেন।

লাইফস্প্রিংয়ের লিড সাইকিয়াট্রিস্ট ও এমডি ডা. সাইয়েদুল আশরাফ কুশল জানান, শুধু মানসিক স্বাস্থ্য নয়, মানুষের জীবনের গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠান।