দারিদ্র্য বিমোচনে প্রয়োজন বিত্তবানদের অংশগ্রহণ- প্রধানমন্ত্রী

দেশের দারিদ্র্য বিমোচনে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩১ অক্টোবর) ‘মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব সাহসী। তাঁদের নিয়ে যুদ্ধ করেই জাতির পিতা দেশের স্বাধীনতা অর্জন করেছেন। কাজেই বিজয়ী জাতি হিসেবেই বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী খ্যাত পাক সেনাদের দম্ভ চূর্ণ করে দিয়েছে বাঙালিরা। একাত্তরের যুদ্ধে তাদের হারিয়ে বিজয় অর্জন করেছে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, ‘পেশাজীবী বলেন বা ব্যবসায়ী বলেন বা যে যেখানেই আছেন, প্রত্যেকের কাছেই আমার অনুরোধ থাকবে, যে যে স্কুলে পড়াশোনা করেছেন এবং যে গ্রামে জন্মেছেন তার উন্নয়নে যেন সহযোগিতা করেন।’

সরকার প্রধান আরো বলেন, ‘যাঁরা বিত্তশালী তাঁরা নিজ নিজ এলাকায় প্রতেকেই দুঃস্থদের দিকে যেন ফিরে তাকান। গৃহহীনকে ঘর করে দেন বা তাদের কিছু সাহায্যের ব্যবস্থা করে দেন।’

মুজিববর্ষে দেশের সকল গৃহহীনকে ঘর করে দেয়ার কর্মসূচিতে অংশ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ এলাকায় গৃহহীনদের জন্য ১৬০টি গৃহ নির্মাণ করে দিয়েছেন ৮০ জন সচিব। গৃহহীন প্রকল্প গ্রহণের এই উদ্যোগকে মহৎ আখ্যা দিয়ে সচিবদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন, গৃহহীনের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।

গণভবন থেকে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।