দেশে করোনায় আক্রান্ত ৫৮৪৩৯৫, সুস্থ হয়েছেন ৫২৯৮৯৪

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় নতুন তিন হাজার ৫৮৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে। দেশে টানা তৃতীয়দিনের মতো সাড়ে তিন হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯৭ জনে।

গত দুই দিন দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে তিন হাজার ৫৬৭ জন ও তিন হাজার ৫৫৪ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৮৫ জন।

এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর এই প্রাণঘাতী ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।