ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার আগে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দু’দিন থাকবেন তিনি। এরপর স্থানীয় সময় রোববার হেলসিঙ্কি থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এর আগে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। করোনা সংক্রমণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট।

বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসনিা। বক্তব্যে করোনা টিকার সুষম বণ্টন নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানাবেন তিনি।

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন শেখ হাসিনা। জাতিংসঘের অধিবেশনে অংশ নেয়া ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সফর কর্মসূচি শেষ করে আগামী ১লা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।