করোনায় এবার ২১২ জনের মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনায় আবারো মৃত্যুর রেকর্ড। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ২১২ জন। মৃতের সংখ্যা ছাড়ালো ১৬ হাজার। একদিনে খুলনা বিভাগেই মারা গেছে ৭৯ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৫৩ জন।

টানা তৃতীয় দিনের মতো করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। এ পরিস্থিতিতে মানুষের জীবিকা নয়, জীবন বাঁচাতে যথাযথভাবে লকডাউন বাস্তবায়নের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত। প্রতিদিনই ভাঙছে রেকর্ড। দেশে সবশেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২১২ জন মারা গেছে। করোনায় মৃতের সংখ্যা এখন ১৬ হাজার ৪ জন।

সংক্রমণের হটস্পট খুলনা বিভাগে একদিনে মারা গেছে ৭৯ জন। এছাড়া ঢাকায় ৫৩, চট্টগ্রামে ২৬ এবং রাজশাহী বিভাগে ২৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক নয়-পাঁচ শতাংশ।

এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত হয় ৪ হাজার ৩১৩ জন। গত ১২ দিনে সনাক্ত বেড়েছে দ্বিগুণেরও বেশী, সনাক্তের হার সবচেয়ে বেশী সিলেট বিভাগে। মৃতদের মধ্যে পঞ্চাশ উর্ধ্বো ১৪৬ জন এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে মারা গেছেন ৪০ জন।

এ অবস্থায় জনগণকে সম্পৃক্ত করে লকডাউন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক।