করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বাড়ছে

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। এর আগে, গতকাল (বৃহস্পতিবার) ২৩৯ জন মারা যান এবং শনাক্ত হন ১৫ হাজার ২৭১ জন।

দেশে গত ২৭ জুলাই সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। এর পরদিন ২৮ জুলাই রেকর্ড ১৬ হাজর ২৩০ জন করোনা শনাক্ত হন।

নিয়মতি সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬৫ জন, চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ৯ জন ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৯ জন, ৮১ থেকে ৯০ বছরের ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের একজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।