জলবায়ু সম্মেলনে কথা নয়, কাজের আহ্বান প্রিন্স চার্লসের

উদ্বেগ অস্থিরতা অ্যাংজাইটি

ইন্টারন্যাশনাল ডেস্ক

আসন্ন জলবায়ু সম্মেলনকালে কথাকে কাজে পরিণত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। গ্লাসগোতে ৩১ অক্টোবর শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন।

৯৫ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর উত্তরাধিকারী ৭২ বছর বয়সী বড় ছেলে প্রিন্স চার্লস তাসম্মেলনে উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলন প্রধান উন্নয়নশীল দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ কমিয়ে আনতে উৎসাহ যোগাবেন তারা।

একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোকে সাহায্য প্রদানে সমৃদ্ধ দেশগুলোকে রাজী করানোর চেষ্টা করবেন। আজীবন পরিবেশবাদী চার্লস জৈব পদ্ধতিতে উদ্যান পরিচর্যা করেন। তিনি তার একটি গাড়ি চালাতে হোয়াইট ওয়াইন ও পনিরের মিশ্রন ব্যবহার করেন।

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট কাজ করছে কি-না জানতে চাইলে চার্লস মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তবে, তিনি ব্রিটেনের রাস্তা অবরোধকারী জলবায়ু আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।