বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ

উচ্চ রক্তচাপ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ। ২০০৬ সাল থেকে প্রতিবছর ১৭ মে দিবসটি পালন করে আসছে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। সংস্থাটি ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের (ডাব্লিউএইচএল) সদস্য। দিবসটিকে ঘিরে এবারের প্রতিপাদ্য ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন।’

দিবসকে ঘিরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হচ্ছে, মানবশরীরের নীরব এক ঘাতকের নাম উচ্চ রক্তচাপ। বিশ্বে ৩ কোটি ২০ লাখ মানুষ উচ্চরক্তচাপে ভুগছেন। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশে প্রতি চারজনে একজন ভুগছেন উচ্চ রক্তচাপে।

দেশে প্রায় ৮৯ হাজার ৪০০ রেজিস্ট্রার্ড হাইপারটেনশনের রোগী আছে। এর বাইরেও অসংখ্য রোগী উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, পক্ষাঘাত, অন্ধত্বসহ অনেক রোগের ঝুঁকিপূর্ণ উপাদান।

বাংলাদেশ সরকার নন কমিউনিকেবল ডিজিজ রোধে নানা উদ্যোগ হাতে নিয়েছে। প্রান্তিক পর্যায়ে সেবা দিতে কমিউনিটি ক্লিনিকেও উচ্চ রক্তচাপ মাপার যন্ত্র দিয়েছে সরকার। এছাড়া উচ্চ রক্তচাপ চিকিৎসায় সরকার ২০০টি উপজেলায় তিনটি করে ওষুধ ফ্রি দিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে এ সব ওষুধ নিতে পারবেন রোগীরা। ওষুধের পাশাপাশি ৮০টি উপজেলায় ডিজিটালভাবে রোগীর তথ্যসংগ্রহ নিবন্ধন ও ফলোআপ করা হচ্ছে।

মানসিক স্বাস্থ্য সেবা পেতে ক্লিক করুন।