প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা পাবেন ৮০ লাখ মানুষ

হেলথ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর সারাদেশে ৮০ লাখ ডোজ করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উপলক্ষে ছয় হাজারের বেশি কেন্দ্রে সকাল ৯টা থেকে একাধিক শিফটে চলবে এই টিকা প্রদান কার্যক্রম। অগ্রাধিকার পাবেন বয়স্ক, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী।

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ উপলক্ষে সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৮০ লাখ ডোজ টিকা প্রদান করবে ৮০ হাজার স্বাস্থ্যকর্মী।

এদিন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলবে ভ্যাকসিন কার্যক্রম। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম দুই ঘন্টা বরাদ্দ থাকবে পঞ্চাশোর্ধ নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য।

প্রথম পর্যায়ের ক্যাম্পেইনে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা পূরণে জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী।

এখন পর্যন্ত ৫ কোটি ৫২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। তার মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৪২ লাখ এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৬০ লাখ মানুষকে।