ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদনের অপেক্ষায় ‘বঙ্গভ্যাক্স’

করোনার টিকাদান কর্মসূচি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিকাল ট্রায়াল শুরুর অনুমতি চেয়েছে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন- সিআরও। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল- বিএমআরসি’র কাছে এই অনুমতি চেয়ে আবেদন করেছেন সিআরও’র গবেষকরা।

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ট্রায়াল সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবও জমা দিয়েছেন তারা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এবং গবেষণা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষকরা প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল চালানোর প্রস্তাব দিয়েছেন। এর আগে, গত ৬ জানুয়ারি ঔষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির অনুমতি পায় গ্লোব বায়োটেক।