বন্ধ হলো ক্ষতিকর গেম পাবজি ও ফ্রি ফায়ার

সাইকোহেলথ নিউজ ডেস্ক

হাইকোর্টের নির্দেশে বাংলাদেশে বন্ধ হলো পাবজি ও ফ্রি-ফায়ার অনলাইন গেম। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি ওই নির্দেশ কার্যকর করে। আরও কয়েকটি অনলাইন অ্যাপ বন্ধের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এই প্রতিষ্ঠান।

পাবজি, ফ্রি ফায়ার, টিকটকসহ কিছু অ্যাপ তরুণ প্রজন্মের অনলাইন আসক্তি বাড়িয়েছে বহু গুণ। যার প্রভাবে বাড়ছে অপরাধ প্রবণতা। টিকটকে জনপ্রিয় হওয়ার নেশায় কিশোর ও তরুণদের কেউ কেউ ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে এরই মধ্যে।

এ পরিস্থিতিতেই গত ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এসব ক্ষতিকর অনলাইন গেম ও অ্যাপ বন্ধের নির্দেশ দেন। এরই আলোকে দেশে এসব বন্ধ করে দেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ক্ষতিকর আরও কিছু অনলাইন গেম ও অ্যাপ চিহ্নিত করে পর্যায়ক্রমে তা বন্ধের কাজ চলছে বলে জানিয়েছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্র। এসব ব্যবস্থার ফলে দেশে অনলাইন গেম আসক্তি কমবে বলে আশা করা হচ্ছে।