ওমিক্রন রোধে এ মাসেই বুস্টার ডোজ টিকা

শিশুদের ভ্যাকসিন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে এ মাসেই বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বুস্টার ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব এবং সম্মুখ সারির করোনা যোদ্ধারা।

মন্ত্রী বলেন, যাদের মৃত্যু ঝুঁকি বেশি, তাদের এই ডোজ দেওয়া হবে সবার আগে। তবে এ বিষয়ে এখনও কার্যক্রম চলছে। সুরক্ষা অ্যাপেও কিছু আপডেট করতে হবে বলে জানান জাহিদ মালেক।

এদিকে, বুস্টার ডোজ টিকা বিনামূল্যে দেওয়া হবে কি-না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, ওমিক্রনের সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওমিক্রন ডেল্টার মতো প্রাণঘাতী কি-না, তা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে তা ডেল্টার চেয়েও বেশি সংক্রামক বলে নিশ্চিত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান চিকিৎসকরা। সোমবার এ নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে।

বিশেষ করে নারী ক্রিকেট দলের দুই খেলোয়ার ওমিক্রনে আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরো বেড়েছে। এ বিষয়ে তাই বারবার সর্বোচ্চ সতর্কতা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব জানান, দুই ক্রিকেটারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, বিসিবি’র সাথে চুক্তি অনুযায়ী তারা সোনারগাঁও হোটেলে পৃথক ব্যবস্থাপনায় থাকতে পারছেন।