ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধার অভিযোগ পর্যালোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে পর্যালোচনায় বসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা।

কয়েকজনের শরীরে রক্তে জমাট বাঁধার ঘটনায় ইউরোপের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে এই টিকা দেয়া স্থগিতের পর জরুরিভিত্তিতে এ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন তারা।

যদিও যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান- এমএইচআরএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রক্তে জমাট বাঁধার সাথে ভ্যাকসিনের যোগসূত্র থাকার বিষয়ে এখন পর্যন্ত কোন প্রমাণ নেই তাদের হাতে।

এদিকে, এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে মঙ্গলবারই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা- ইমা। এ পর্যন্ত এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ইইউ ও যুক্তরাজ্যের এক কোটি ৭০ লাখ মানুষ।

এর মধ্যে গত সপ্তায় ৩৭ জনের শরীরে রক্ত জমাট বাঁধার কথা জানা গেছে। এতে আগাম সতর্কতা হিসেবে এই টিকা দেয়া স্থগিত করে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।