বাংলাদেশে এবার অনুমোদন পেলো জনসনের টিকা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে বেলজিয়ামে উৎপাদিত জনসনের টিকা দেশে জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এটি এখন বাংলাদেশে অনুমোদন পাওয়া ষষ্ঠ টিকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানান। টিকাটি উৎপাদন করছে আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনের অঙ্গ প্রতিষ্ঠান বেলজিয়ামের জানসেন কিলাগ ইন্টারন্যাশনাল এনভি।

একক জোজের এই টিকা ১৮ বছর বয়স এবং তদুর্ধ্ব বয়সীদের দেয়া যাবে। সংরক্ষণ করা যাবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর আগে কোভিশিল্ড, ফাইজার, স্পুটনিক ভি, সিনোফার্ম ও সিনোফার্ম টিকার অনুমোদন দেয় অধিদফতর।