চীনের সিনোভ্যাকও উৎপাদিত হবে বাংলাদেশে

রাশিয়ার স্পুৎনিক ভি’র পর এবার চীনের তৈরি টিকা সিনোভ্যাক উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।

ইনসেপ্টাসহ দেশের তিনটি শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তিনি বলেন, এই সব প্রতিষ্ঠানের যে উৎপাদন সক্ষমতা রয়েছে, তাতে দেশের চাহিদা মিটিয়ে এই টিকা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

বর্তমানে নিজ দেশে সিনোভ্যাক উৎপাদন করছে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, শিগগিরই দেশের ওষুধ প্রস্তুতকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে আসবেন রাশিয়া ও চীনের টিকার মূল উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান।

তারা যাচাই করবেন বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা। এর আগে, রাশিয়ার টিকা স্পুৎনিক ভি উৎপাদনের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।