মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার প্রথম হয়েছেন মিশরী মুনমুন নামের একজন ছাত্রী। মোট ১০০ নম্বরের মধ্যে তিনি ৮৭.২৫ নম্বর পেয়ে মেধাতালিকায় তিনি সবার শীর্ষে উঠে আসেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল মিলিয়ে তার প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।

মিশরী পাবনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সুযোগ পেয়েছেন তার পছন্দের শীর্ষস্থানীয় ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের।

মেধাবী শিক্ষার্থী মিশরী মুনমুনের বাড়ি পাবনা সদর থানার রাধানগরে (নারায়ণপুর)। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

মিশরীর বাবা আবদুল কাইয়ুম স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন। মা মুসলিমা খাতুন গৃহিনী। মেডিকেল ভর্তি পরীক্ষায় চলতি বছর ৪৮ হাজার ৯৭৫ জন পাস করেছেন যা অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।

রবিবার সন্ধ্যায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর এই ফলাফল ঘোষণা করেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ’র ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা তৈরি করা হয়।