ন্যায়বিচার পাবেন রোজিনা- আইনমন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে রাতে আইনমন্ত্রীর সাথে তাঁর গুলশানের বাসায় দেখা করেন সাংবাদিক নেতারা।

পরে বৈঠক শেষে মন্ত্রী জানান, গণমাধ্যমের সাথে দূরত্ব তৈরির মতো কিছু হয়ে থাকলে তা নিরসনে কাজ করবে সরকার। এসময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সরকার ও গণমাধ্যমের মধ্যে দূরত্ব তৈরি হোক, তা সাংবাদিকরা চান না।

সরকারি তথ্য লুকানো এবং ছবি তোলার অভিযোগে সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ডাক্তার মোহাম্মদ শিব্বির আহমেদ ওসমানী।

তবে রোজিনার পরিবার ও সহকর্মীদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন করায় পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলা হয়েছে।

মঙ্গলবার আদালতের মাধ্যমে রোজিনাকে কাসিমপুর কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।