লন্ডনে ফিলিস্তিনীদের সমর্থনে লাখো মানুষের সমাবেশ

ফিলিস্তিন, ইসরাইলী হামলা, হামাস, লন্ডন,

সাইকোহেলথ ইন্টারন্যাশনাল ডেস্ক

লন্ডনে ফিলিস্তিনীদের সমর্থনে বিক্ষোভ করেছে লাখো মানুষ। টানা দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে (উইকেন্ড) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের (মেট পুলিশ) হিসাব অনুযায়ী, প্রায় এক লাখ মানুষ যোগ দেন ফিলিস্তিনের সমর্থনে বের করা এই বিক্ষোভ মিছিলে।

গাজায় ইসরাইলের অবিরাম ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ মিছিলে। নির্বিচার ওই হামলায় এখন পর্যন্ত শিশুসহ ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে।

মেট পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট জানান, লন্ডনের বিক্ষোভের ওপর নজর রাখতে নিয়োজিত ছিল এক হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা। তবে তারা নিরপেক্ষ থেকে ভয় কিংবা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করেন।

বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ বের করা হয়। গাজায় তাৎক্ষণিক অস্ত্রবিরতি এবং ‘পূর্ণ মানবিক সহায়তা’ পাঠানোর দাবি করে সংগঠনগুলো।

গাজার অধিবাসীদের সঙ্গে একাত্মতা দেখিয়ে তাদের প্রতি সমর্থন জানাতে রাস্তায় নামে এই সব সংগঠন। গাজায় জ্বালানি, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে ২২ লাখ অধিবাসীকে। হাসপাতালগুলোতে গুরুতর আহত ও অসুস্থ রোগীদেরও চিকিৎসা দেওয়া যাচ্ছে না।

ইসরায়েলের হামলায় ১৪ লাখেরও বেশি গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।