দেশের ইতিহাসে রেকর্ড ছাড়ালো সোনার দাম

স্বর্ণের দাম সোনার দাম

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে চার হাজার একশ’ নিরানব্বুই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরিপ্রতি দাম এখন ৮২ হাজার ৪৬৫ টাকা।

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। যা রোববার থেকে কার্যকর হচ্ছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

এর আগে যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ দেখিয়ে গত ১৮ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সেসময়ও স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে সংগঠনটি।

এ অবস্থায় মাত্র পাঁচদিনের ব্যবধানে দু’দফায় ভরিতে ভালো মানের স্বর্ণের দাম বাড়ে ছয় হাজার টাকার ওপরে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ৮২ হাজার ৪৬৫ টাকা।

এর আগে দেশের বাজারে কখনো স্বর্ণের ভরি ৮২ হাজার টাকা হয়নি।