করোনায় ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ৬,০২৮

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত শনাক্ত হয়েছেন ছয় হাজার ২৮ জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৬ জন নারী। যাদের মধ্যে হাসপাতালে ৬৩ জন ও বাসায় পাঁচজন মারা যান। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল নয় হাজার ৮৯১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৯ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন এবং ষাটোর্ধ্ব ৩৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৪১ জন।

এছাড়া চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে দুইজন, রংপুরে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

একই সময়ে সারাদেশে ৩৩ হাজার ৬১৮টি নমুনা সংগ্রহ শেষে ৩২ হাজার ৯৫৫টি পরীক্ষা করা হয়। এতে নতুন ছয় হাজার ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫।

সর্বশেষ ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮.২৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬।