স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. সামন্ত লাল সেন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন ডা. সামন্ত লাল সেন। তিনি ২০২৪ সালের ১১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন।

ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ও পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে।


সামন্ত লাল সেন ১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জিতেন্দ্র লাল সেন যিনি সরকারি চাকরি করতেন। তিনি ১৯৬৪ সালে সেন্ট ফিলিস হাইস্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।


অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন ১৯৮০ সালে। পরে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরো প্রশিক্ষণ গ্রহণ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বাদে ৩৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হলো আজ। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১জন প্রতিমন্ত্রী। ডা. সামন্ত লাল সেন ও ইয়াফেস ওসমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী।

শপথ নেওয়ার পর এক বেসরকারি গণমাধ্যমকে তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক। সুতরাং খুবই নার্ভাস অবস্থায় আছি।’

সামন্ত লাল সেন বলেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে কীভাবে কী করবো, তা ঠিক করার আগে আমাকে মন্ত্রণালয়ে যেতে হবে। তারপর আমি জানাতে পারবো, কীভাবে কী কাজ সামনের দিনগুলোতে করবো।’
তাঁর দায়িত্ব প্রাপ্তিতে অনেক চিকিৎসক নেতা সোস্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।