বাংলার ইতিহাসে গৌরবতম দিন আজ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাংলার হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও বহু ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে অর্জিত এই মহান বিজয় দিবস। যার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ। বাঙালী পায় আত্মপরিচয়ের ঠিকানা।

১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান তথা সৌহরাওয়ার্দী উদ্যান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের মুক্তিপাগল জনতা। দীর্ঘ নয়মাস ধরে চলে রক্তক্ষয়ী যুদ্ধ। এক পর্যায়ে পরাজয় মানতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ১৬ই ডিসেম্বর অস্ত্রসহ আত্মসমর্পণ করে ৯৩ হাজার পাকসেনা। মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।