করোনার টিকা বিক্রি নিয়ে তদন্ত চলছে- স্বাস্থ্য অধিদপ্তর

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের টিকা বিক্রির স্পর্শকাতর বিষয় নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে। এর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে বুধবার প্রতিষ্ঠানটির মালিক বিজয় তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সেখান থেকে মডার্নার টিকা জব্দ করা হয়।

সংবাদটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত হয় বিষয়টি। রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

দেশের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও শনাক্তের হার এখন ১৬ শতাংশের বেশি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, টিকা কেন্দ্র আরো সুশৃঙ্খল করতে বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতির আবারও অবনতি হতে পারে বলেও জানান তিনি।