পার্বতীপুরে দু’দিনের ঝটিকা সফর

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

দিনাজপুরের পার্বতীপুরে দু’দিনের ঝটিকা সফর। অসংক্রামক রোগ ও পুষ্টি কেন্দ্রের আমন্ত্রনে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর উদ্যোক্তা। সাথে আছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ, লন্ডনের ইম্পেরিয়াল কলেজসহ বেশ কয়েকটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

এই কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মলয় মৃধা কয়েকমাস আগে থেকেই বলছিলেন, কোভিড আতংকে বারবার পিছিয়ে এবার যাওয়া।

নন-কমিউনিকেবল ডিজিজ রেজিষ্ট্রি কার্যক্রম চলছে। মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে দেখা ও এ নিয়ে মতামত দেয়া এ সফরের উদ্দেশ্য। সাথে সম্ভাব্যতা যাচাই, সমাজ/জনগোষ্ঠীভিত্তিক পূর্ণাঙ্গ ক্যান্সার রেজিষ্ট্রি ও সমন্বিত ক্যান্সার স্ক্রিনিং চালু করার।

স্বাধীনতার ৫০ বছরে এই কাজটি করা সম্ভব হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারত যা শুরু করেছে ৪০/৪৫ বছর আগে। আমি ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগে জয়েন করার পর থেকেই যার জন্য বার বার অনুনয়-বিনয় করেও বিফল হয়েছি।

বারবার শুনেছি, এটা অনেক কঠিন কাজ। তাই হাসপাতালকেন্দ্রিক অসংগঠিত অসম্পূর্ণ স্ক্রিনিং চলতে থাকুক। নিবন্ধন এখনো পর্যন্ত শুধু ক্যান্সার ইন্সটিটিউটেই।

কর্মজীবনের (সরকারি) শেষ প্রান্তে এসে এই দু’টি কাজ শুরু করার একটা সম্ভাবনা দেখছি। আমার জেদ আর সদ্য যোগদানকারী লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিনের স্বচ্ছ চিন্তা আর আন্তরিক সহযোগিতায় শেষ পর্যন্ত দুটি উপজেলায় সমাজভিত্তিক ক্যান্সার নিবন্ধন আর স্ক্রিনিং (স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের) চালুর কর্মসূচি অন্তর্ভুক্ত হয়েছে সরকারের রিভাইজড অপারেশন প্ল্যানে।

শুরুটা যদি দেখে যেতে পারি! পরের প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। পার্বতীপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএনসিডিএন এর চলমান কার্যক্রম সরেজমিন ঘুরে দেখে আত্মবিশ্বাস বাড়লো। এটা সম্ভব। সরকারি ও বেসরকারি উদ্যোগে একসাথে কাজ করার সুযোগ আছে এখানে।

ঘুরে দেখলাম এখানকার বিখ্যাত মিশনারি হাসপাতাল ‘ল্যাম্ব’। ডা. মলয়, ডা. হানিফ, ডা. রিনা, ডা. বিশ্বজিৎ সহ প্রকল্পের সবার নিষ্ঠা চোখে পড়ার মত। মনে রবে সবার আতিথেয়তার কথা।

সারাদেশ ঘুরে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। উত্তরবঙ্গের এমন জেলা নেই, যেখানে ২/৪ বার প্রোগ্রাম করতে না গেছি। উপজেলা পর্যায়ে গিয়ে থাকা হয়েছে এর আগে নাচোল আর সুন্দরগঞ্জে। এবার পার্বতীপুর। সুযোগ পেলে বার বার যাবো।

লেখক: বিভাগীয় প্রধান, এপিডেমিওলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল (ক্যান্সার হাসপাতাল), ঢাকা