এক বছরের মধ্যে ঝুলন্ত তার সরানোর ঘোষণা মেয়র আতিকুলের

এক বছরের মধ্যে ঢাকা উত্তরের ঝুলন্ত তার সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আতিকুল ইসলাম। দৃষ্টিনন্দন নগরী গড়তে মাটির নিচ দিয়ে সংযোগ চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। গুলশানে ঝুলন্ত তার অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ সব কথা বলেন মেয়র।

ঢাকার অনেক স্থান দেখেই মনে হতে পারে, এটা যেন তারের নগরী। ডিশ, ইন্টারনেট, বিদ্যুৎ আর টেলিফোনের অগণিত ক্যাবলে ছেয়ে গেছে এই সব এলাকার আকাশ। দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দাবি, এবারের উদ্যোগ সুপরিকল্পিত। তারই অংশ হিসেবে গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে ঝুলন্ত সরানো শুরু করে ভ্রাম্যমাণ আদালত। মেয়র জানান, তারের জঞ্জালের জন্য বিটিআরসি, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন- কোয়াব, ন্যাশনওয়াইড টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন নেটওয়ার্ক- এনটিটিএন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন- আইএসপিএবি’সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে দায়ি।

এ সব সংস্থার সাথে এরই মধ্যে বৈঠক করে তার সরানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আতিকুল ইসলাম। ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে পারলে নগরীর অনেক সড়ক এবং স্থাপনা দৃষ্টিনন্দন হবে বলে মনে করেন কর্মকর্তারা।