রাজধানীতে প্রতি তিনজনে একজন করোনায় আক্রান্ত

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা সংক্রমন ও মৃত্যুর দিক দিয়ে রাজধানী ঢাকা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আইইডিসিআর বলছে, নমুনা পরীক্ষার হিসাবে, রাজধানীর প্রায় ৩৩ ভাগ মানুষের দেহে করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে।

সেই হিসাবে রাজধানীর প্রতি তিনজনে একজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩৬ ভাগ ও উত্তরে ২৯ ভাগ মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

ঘনবসতি, স্বাস্থ্যবিধি না মানা এর প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা রূপনগর ও আদাবর।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, শাহআলী, রামপুরা, তুরাগ, মিরপুর, কলাবাগান, তেজগাঁও, মোহাম্মদপুর, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, চকবাজার, সবুজবাগ, মতিঝিল, দারুস সালাম ও খিলগাঁও এলাকায় শনাক্তের হার ৩১ শতাংশের ওপরে।

সবচেয়ে কম শনাক্ত হয়েছে কোতোয়ালি ও সদরঘাট থানায়। গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে এই প্রতিবেদন দেয় আইইডিসিআর।