করোনায় সবার ভাগ্য একসূত্রে গাঁথা- প্রধানমন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

কোভিড-১৯ প্রমাণ করেছে যে, সবার ভাগ্য একই সূত্রে গাঁথা। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই ভাইরাসে যতক্ষণ পর্যন্ত সবার সুরক্ষা নিশ্চিত করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউই সুরক্ষিত নয়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেয়া এই ভাষণে করোনার ভ্যাক্সিন প্রাপ্তিতে সবার সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সাথে বাংলাদেশের স্বাস্থ্য ও ব্যবসা খাতে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। করোনায় কাজ হারানো অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহবান জানান শেখ হাসিনা।

এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।