মানসিক স্বাস্থ্য উপেক্ষার নয় -সায়মা ওয়াজেদ

সায়মা ওয়াজেদ হোসেন: ফাইল ছবি (সংগৃহীত)

সাইকোহেলথ নিউজ ডেস্ক

মানসিক স্বাস্থ্য এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা মোটেও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন নিউরো-ডেভলপমেন্ট ডিসঅর্ডারস এবং অটিজম সম্পর্কিত বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন। শুক্রবার (৯ অক্টোবর) লন্ডনের ইম্পেরিয়াল কলেজের নেতৃত্বে যুক্তরাজ্য-বাংলাদেশ গবেষণা নেটওয়ার্কের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন সায়মা ওয়াজেদ। ইম্পেরিয়াল কলেজের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ বলেন, ‘মানসিক স্বাস্থ্য ছাড়া কোনও স্বাস্থ্য হতে পারে না এবং স্বাস্থ্য ব্যতীত টেকসই উন্নয়ন হতে পারে না।’ এজন্যে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা ইউএইচসি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ সব দেশ।

বাংলাদেশের মানসিক স্বাস্থ্য, ইউএইচসি রূপরেখা এবং ভবিষ্যত মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে নিজের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ।
ইম্পেরিয়াল এবং চ্যাথাম হাউসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা যোগ দেন।