শক্তিধর দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ‘মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড কাইমেট’ শীর্ষ সম্মেলনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে দেয়া রেকর্ডকৃত ভাষণে এই আহ্বান জানান তিনি।

এতে প্রধানমন্ত্রী ফোরামের বিবেচনার জন্য ছয় দফা প্রস্তাব রাখেন। এর মধ্যে রয়েছে-

  • সর্বাধিক কার্বন নির্গমনকারী দেশগুলোর কার্বন নিঃসরণ কমানো,
  • জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক একশ’ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার পূরণ,
  • উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর ও কার্যকর জ্বালানি সমাধান দেয়া,
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সব দেশের ভাগ করে নেয়া এবং
  • নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-টুয়েন্টি সি· সম্মেলন সফলতার জন্য প্রধান অর্থনীতির দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা।

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী দেশগুলোকে প্রতি পাঁচ বছর পরপর নিজেদের কার্বন নির্গমন পরিকল্পনা আপডেট করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যেই নভেম্বরে গ্লাসগোতে শুরু বসছে জলবায়ু সম্মেলন কপ২৬।