করোনাকালীন জুলাইয়ে মন নিয়ে ভার্চুয়াল যত কার্যক্রম

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস): গত ২৭ জুলাই ২০২০ সন্ধ্যা ৭-৩০ মিনিট হতে আড়াই ঘন্টাব্যাপী সাইকোথেরাপিতে নৈতিকতার প্রয়োগের উপর দুটি উপস্থাপনা করা হয়। বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) আয়োজিত জুম অনুষ্ঠানটিতে উপস্থাপক ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও অ্যাসিসট্যান্ট প্রফেসর মোঃ জহির উদ্দিন এবং ঢাবির অ্যাসিসট্যান্ট প্রফেসর শাহানুর হোসেইন।

বিসিপিএসের ৮৬ জন সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিতে নৈতিকতার নীতিমালা মেনে সাইকোথেরাপি দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। প্রফেসর ড. এম মাহমুদুর রহমান, সভাপতি, বিসিপিএস এর ভাষণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

কিডি রকস্: ধানমন্ডি এর আয়োজনে কর্মশালার আয়োজন। বিষয়বস্তু ছিল- অভিভাবক ও শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর কোভিড ১৯ লকডাউনের প্রভাব।

লকডাউনের এই সময়ে বিশেষ অভিভাবকদের মানসিক স্বাস্থ্য, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং কিছু প্যারেন্টিং টিপস নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাঈমা জান্নাত, গত ০৩ জুলাই ২০২০, বিকাল ৪টা থেকে ৬.২০ মিনিট পর্যন্ত এটি চলে।। কোনো রেজিস্ট্রেশন ফি ছিলোনা। রিলাক্সেশন ও বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়েও ওয়ার্কশপে প্রশিক্ষণ প্রদান করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাঈমা জান্নাত। মোট ২৭ জন অভিভাবক, শিক্ষক, ডাক্তার, অকুপেশনাল থেরাপিস্ট ও স্পিচ থেরাপিস্ট এতে অংশ নেন।

বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি (বিএসপিএস): বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটির প্রথম ইন্টারন্যাশনাল ওয়েবিনার সম্পন্ন হলো।তোমোকো সুজুকি ওয়ার্কশপে প্রশিক্ষণ প্রদান করেন। গত ২৮ জুলাই ২০২০ রাত ৯টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত এটি চলে। বিভিন্ন দেশের স্কুল সাইকোলজিস্টগণ এতে অংশ নেয়।

বিষয়বস্তু ছিল- অরিগ্যামি ফর চিলড্রেন’স কগনিটিভ এন্ড অ্যাফেকটিভ ডেভেলপমেন্ট। কর্মসূচিতে ১২০ জন অংশগ্রহণ করেন।