গুরুতর মানসিক রোগীদের জন্য ডে কেয়ার ব্যবস্থাপনা জরুরি

মানসিক রোগী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,

ময়মনসিংহ: বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হলো মানসিক রোগ নিয়ে ক্লিনিক্যাল মিটিং। ‘A Demon with Many Faces’ শীর্ষক এই ক্লিনিক্যাল মিটিংয়ের আয়োজন করে প্রতিষ্ঠানের সাইকিয়াট্রিক বিভাগ। হাসপাতাল সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা চলে এই সভা।

মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য ডে কেয়ার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। ভারতের কেরালায় ৩০টির মত এই সেন্টার আছে বলে জানান তারা। তবে আমাদের দেশে এমন একটিও নেই। ক্লিনিক্যাল মিটিংয়ের চেয়ারপার্সন ছিলেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। স্পিকার ছিলেন ডা. মনজু মুশ্বান। মেডিকেল কলেজের প্রিন্সিপাল, অন্যান্য ডিপার্টমেন্টের অধ্যাপক, সহযোগী অ্ধ্যাপক এবং পোস্ট গ্রাজুয়েশনের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।