মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা মেহেরপুর ও চুয়াডাঙ্গায়

শীত

সাইকোহেলথ নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল ৯টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজ তাপমাত্রা কমে ৮. ৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আজ বাতাসে আর্দ্রতা সকাল ৯টায় ৯৮ এবং বেলা ১২টায় ৮৩ শতাংশ। মেহেরপুর ও চুয়াডাঙ্গা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

এদিকে মেহেরপুরে ক্রমশ শীতের তীব্রতা বেড়েই চলেছে। গেল এক সপ্তাহে দেখা মেলেনি সূর্যের।

শীতে ঘর থেকে বেরোতে পারছেন না অনেকেই। জরুরি প্রয়োজনে টুপি, মাফলার পরে শ্রমজীবীদের জীবিকা অন্বেষণে বেরোতে দেখা গেছে। রাস্তাঘাটে হেডলাইট জ্বেলে গাড়ি চলছে। তীব্র শীতে রিকশাচালক ও নিম্ন-আয়ের লোকজন অসহায় হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছেন রিকশাচালক ও দিনমজুররা। শীতজনিত রোগ বিশেষ করে নিউমোনিয়া, সর্দি-কাশি ও জ্বর থেকে সুরক্ষা পেতে পরিবারের শিশু ও প্রবীণদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।