লকডাউন এক সপ্তাহ বাড়লেও চলবে গণপরিবহন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

লকডাউনের বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। তবে অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মানার শর্তে চলবে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ সব গণপরিবহন। হোটেল রেস্টুরেন্টও খোলার অনুমতি দেয়া হয়েছে।

এর আগে করোনা সংক্রমণ রোধে ৪৯ দিন বন্ধ রাখা হয় দূরপাল্লার গণপরিবহন। এরপরও ঈদে ঢাকা ছাড়েন এক কোটিরও বেশি মানুষ। প্রশ্ন ওঠে লকডাউনের কার্যকারিতা নিয়ে। এ অবস্থায় ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো বিধিনিষেধ।

এক সপ্তাহ দেখার পর লকডাউন তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলাচলে গুণতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া। ফলে খরচ বেশি বাড়বে দূরের যাত্রীদের। যদিও পরিবহন মালিকরা বলছেন, ভর্তুকি পেলে তারা আগের ভাড়াতেই বাস চালাবেন।

অর্ধেক আসন খালি রেখে হোটেল, রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে সরকার। এতে, স্বস্তি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, লকডাউন চলাকালে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।