গরম কমবে- আবহাওয়া অধিদপ্তর

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সারাদেশে গরম কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, আগামী দুই তিনদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রবণতা আগামী বুধবার ভোর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা কমলে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ।

এদিকে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, ফেনী ও খুলনার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।