১৬ মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপণ জারি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

১৬ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সময়ে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। কর্মস্থল এলাকায় অবস্থান করতে হবে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের।

জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নির্দেশনা বাস্তবায়ন তদারকি করতে এবং ঈদকে ঘিরে রাজধানীর বাইরে যাওয়া ঠেকাতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। একই সাথে দেয়া হয়েছে ৬ দফা নির্দেশনা।

করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনকেই অন্যতম উপায় মনে করা হচ্ছে। পঞ্চম দফায় ১৬ মে পর্যন্ত এর মেয়াদ বাড়িয়ে বিধি-নিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। মাস্কের ব্যবস্থার নিশ্চিত করতে মোবাইল কোর্ট চলবে। না মানলে জরিমানা।

সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।
সিটি করপোরেশন, জেলা ও পৌর এলাকায় সচেতনতামূলক প্রচারণা চলবে।

আগের প্রজ্ঞাপনগুলোতেও এমন অনেক নির্দেশনা থাকলেও শিথিলতা দেখা গেছে। যা ঈদের সময়টা চ্যাঞ্জেল হয়ে দাঁড়াতে পারে। তবে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, এবার কঠোরভাবে বিধি-নিষেধ বাস্তবায়ন করা হবে।

লকডাউনে আগের মতোই ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। তবে উড়োজাহাজ চলবে।