সোমবার থেকে সারাদেশে লকডাউন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সোমবার থেকে সারাদেশে আবারও লকডাউন দিচ্ছে সরকার। করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লকডাউন চলাকালে সেবামূলক প্রতিষ্ঠানের সাথে কলকারখানায় স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটির মাধ্যমে খোলা রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত কয়েকদিন ধরে সারাদেশে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। মৃত্যু আর সংক্রমণ ভেঙেছে আগের সব রেকর্ড। স্পষ্ট হয় করোনার দ্বিতীয় ঢেউ। এ অবস্থায় দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকা সত্বেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার অনীহা উদ্বেগ সৃষ্টি করছে।

নিজের বাসা থেকে পৃথক ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে আরও সচেতন হতে হবে। সরকারি বিধি-নিষেধ মনে চলার বিকল্প নেই বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সেখানে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করা হবে।

লকডাউনের এই এক সপ্তাহ করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সরকার। এর উপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানানো হয়।